ফুল হেরি মন উৎফুল্ল হয়
জোসনাতে বিভোল,
ভাবি কী যে সুন্দর তুমি
হেথা নাই তব তুল ।।


শিশুর হাসি কাড়ে মন-প্রাণ
কাছে টেনে নেয় ঝরনার গান,
সবুজবনের স্রষ্টা কেমন
জানিতে হই ব্যাকুল ।
ভাবি কী যে সুন্দর তুমি
হেথা নাই তব তুল ।


চন্দ্র-সূর্য-গ্রহ-তারা
প্রেমে নদী পাগলপারা,
আবেগে উছলি সাগর
জপে যে তব বোল ।
ভাবি কী যে সুন্দর তুমি
হেথা নাই তব তুল ।


প্রজাপতির রঙিন পাখা
যেন তোমার স্পর্শমাখা,
কলকাকলিতে পাখি
ঐ বাতাসে খায় দোল ।
ভাবি কী যে সুন্দর তুমি
হেথা নাই তব তুল ।


পাককালাম কুরানের বাণী
খোদাভীরুর জীবনখানি-
আলোর পিছের আলো কেমন
ভেবে গো না পাই কূল ।
ভাবি কী যে সুন্দর তুমি
হেথা নাই তব তুল ।