(১)
সত্য যখন হাতের মুঠোয়
বজ্রকঠিন পণ,
অসত্য হয় তুলোধোনো
পালায় নিবার্সন ।


(২)
পথ খুশি হয় হাঁটলে পথিক
ছন্দ তুলে পায়ে,
প্রবীণ খুশি নবীন মাঝি
হাল ধরিলে নায়ে ।


(৩)
কয় মহাকাল-সুখের আশায়
মিছে কষ্ট সহ,
শেষ বিদায়ের আগে করো
জীবন অর্থবহ ।


(৪)
মিছে কেন খুঁজিসরে সুখ
ধূলার ধরণীতে,
জনম নিয়ে আছিস বসে
পারের তরণীতে ।


(৫)
পরখ করে তবে চিনি
সোনা খাঁটি কি না,
সাধু-তস্কর যায় না চেনা
'চুরির সুযোগ' বিনা ।