(৬)
যৌনাঙ্গ আর জিভটি তোমার
শুচি যদি রয়,
শেষবিচারের কঠিন দিনে
তুমি যে নির্ভয় !


(৭)
ছায়া কেবল আলোতে পায়
নিজের পরিচয়,
’মহাজনের’ সাহচর্যে
জ্ঞানের ওজন হয়।


(৮)
বজ্র যেমন দাবড়ে নামে
নীচে মাটির পানে,
পরকীয়ার শাস্তি তেমন
আছে দুজাহানে ।


(৯)
চাওয়ার লাগাম ধরলে টেনে
পাওয়া রাশি রাশি,
হাজার কাঁটার গাত্রদাহ
ফুলের মুখের হাসি !


(১০)
যুদ্ধ মানে জয়ের নেশায়
জীবন-মরণ পণ,
সবচে’ কঠিন যুদ্ধ হলো
আত্মনিয়ন্ত্রণ ।