(১১)

পিপাসার জল যোগায় কুয়া
সমুদ্র রয় চেয়ে,
ঈমানে স্থির আত্মা থাকে
প্রশান্তিতে ছেয়ে ।

(১২)
প্রকৃতি চায় ঋতুবদল-
সময়ে তা ঘটে,
নিস্তরঙ্গ জীবন ক্বচিৎ
যুদ্ধক্ষেত্র বটে !

(১৩)


জিনিসের দাম বাজার বাড়ায়
মানুষের দাম নিজে,
অবিশ্বাসীর সঙ্গে চলার
বিড়ম্বনা কী যে !

(১৪)

সত্য এবং মিথ্যা মাঝে
নিত্য লড়াই হয়,
মিথ্যা পালায় লেজ গুটিয়ে
সত্যেরই হয় জয় ।

(১৫)

চাই কিছু ক্রোধ থাক না পড়ে
মননের চত্বরে,
পোড়ায় তবু আগলে রাখি
আগুন ঘরে ঘরে ।