(১৬)

ফুল ফোটানো শেষ না হতে
চোখ খুলে চায় কলি,
মিথ্যে আশার ছলনাতে
জীবন জলাঞ্জলি ।

(১৭)

ফুল গ্রহণে চিত্ত বিভোল
কাঁটায় ক্ষতের জ্বালা,
মিষ্টভাষী সদাচারীর
কণ্ঠে জয়ের মালা ।

(১৮)

যুদ্ধে আবেগ বড় দামী
সংসারেতে নয়,
বিয়ের পরে প্রেমিকের পাই
আসল পরিচয় ।

(১৯)

ঘুণপোকা খায় কুরে কুরে
শক্ত কাঠের বুক,
করলে বসত বিশ্বাসে ঘুণ
মিথ্যে সকল সুখ ।

(২০)

কর্তব্যের চোখ রাঙ্গানিতে
আবেগ থাকে ডরে,
গোরের পারে কর্তব্য চুপ
আবেগ কেঁদে মরে ।