২১/
পতি পরম বন্ধু যখন
স্বর্গ সতীর হাতে,
কাকের ঘরে কোকিলের ছা
বৈরী দুনিয়াতে ।


২২/
যুক্তি-তর্ক কোর্টে চলে-
সংসারেতে নয়,
ধৈর্য ধরে সয়ে গেলে
হয় না পরাজয় ।


২৩/
দুষ্টলোকের পক্ষে সাফাই
জুটায় তিরস্কার,
চোর ব্যাটাকে কে ডেকে দেয়
মানীর পুরস্কার !


২৪/
কারো যদি ফুরায় সময়
ফুরায় শুধু তারই,
সময় বহে অনন্তকাল
করে খবরদারি ।


২৫/
সারল্যে পাই সত্য হাসে
না চাইতে দেয় ধরা,
কঠিন গিরির পাষাণ হৃদে
ঝরনা মনোহরা !