আমার মতো গুনাহগার আর
নাই এ দুনিয়ায় ,
পারের আশায় বসে আছি
নদী কিনারায় ।।


পাল তুলে নাও কতো আসে
কতো রঙের নৌকা ভাসে,
আমার নাওয়ের দেখা নাইরে
কই ঘুরি বেড়ায় ।।


মায়ারও ধন মা-বাপ হারায়
বুকের মাণিক সন্তানও যায়,
অপয়া হই ঘরে-বাইরে
কান্দি নিরালায় ।।


মালিক তোমার খেয়াল-খুশি
বিনা দোষে হইছি দোষী,
অজানা কোন পাপে জীবন
কাটাই বেদনায় ।।