খোদাভীতি বড় বিদ্যা
তার উপরে নাই,
মহব্বতে ডাকলে তাঁকে
তবে চিনতে পাই ।।


না জানিলে হয় না গো প্রেম
রয় না ফারাক পিতল আর হেম,
জানবে যত চিনবে তত
মালিকের রোশনাই ।।


সাপ-সিংহ-বাঘ চিনি বলে
পড়তে চাই না তার কবলে
সৃষ্টিকর্তার প্রবল প্রতাপ
মনে রাখা চাই ।।


ভয়-ভীতিতে মিলেমিশে
ডাকলে পরে চিন্তা কিসে
আল্লাহতা’লা জানি বান্দার
পরম ও শেষ ঠাঁই ।।