নানান ছলে পালায় সময়
নদীর স্রোতের মতো,
পরিণতি জড়ায় পায়ে
বারণ করি যত ।।


ছিলাম আমি ছোট্ট খুকী
সন্ধ্যেবেলা চাঁদের উঁকি-
বাবার কোলে চড়ে দেখতাম
তারার জগৎ কত ।।


এই তো সেদিন কলেজমাঠে
স্বপ্নভাসা নদীর ঘাটে-
কল্পনাতে দিতাম পাড়ি
বন্দর শত শত ।।


আজকে চুলে পাক ধরেছে
হাজার স্বপ্ন মরে গেছে
মহাকালের চাকায় ধরা
ঘুরছে অবিরত ।।