সবুজ-শ্যামল দেশটি মোদের
চোখ জুড়ানো রূপ,
পাহাড়-নদী, হাওর-বাওর
সৃষ্টি অপরূপ ।।


পাখির ডাকে প্রভাত আসে
দীঘির জলে শাপলা ভাসে,
প্রতি ভোরে শান্ত বিলে
মাছরাঙা দেয় ডুব ।।


ষড়ঋতুর পালাবদল
ক্লান্তিবিহীন এ চলাচল
বৈচিত্র দিয়েছে এনে
যুগের পরে যুগ ।।


ঘরে ঘরে মায়ার বাঁধন
পরমাত্মার ধ্যানে সাধন
আউল-বাউল,হাসন-লালন
এই দেশেরই লোক ।।