মানুষ নিয়ে ভাবো মানুষ
যে আছে নাগালে,
পড়বে ধরা নাদান মানুষ
মানুষেরই জালে ।।


আল্লাহতা’লা রহিম-রহমান
করুণার সাগর তাই
হক্কুলাতে পারের আশা
হক্কুল ইবাদে নাই,
আপনজনা পর হবে গো
সেই নিদানের কালে ।।


খোদার ভয়ে এবাদত যা
করেছো জনমভর
পাওনাদার তা নিয়ে যাবে
নিদারুণ স্বার্থপর,
লাগলে হাওয়া লাগবে কেমন
অধস্তনের পালে ।।


চুলচেরা হিসাবের দিনে
ফাঁকির নেই অবকাশ
সেই আদালত দেবে নাগো
কোনোরূপ সাবকাশ,
দিন থাকিতে মিলাও হিসাব
সময়েরই তালে ।।