তোমার দানে তৃপ্ত দেহ
ও করুণাময়,
শেষ কথাটি যেন তোমার
নামের মধু হয় ।।


যখন আমার থাকবে না আর
কথা বলার জোর
আর কখনো দেখবো না গো
সোনায় রাঙা ভোর ।
হঠাৎ আমার জীবনখানি
হবে মরুময় ।।


দেহের বাঁধন যাবে ছিঁড়ে
কঠিন ঈশারায়
ঠাঁই হবে কি তখন আমার
তোমার কিনারায়
স্বজনবিহীন একলা ভ্রমণ
কঠিন ও বিস্ময় ।।


জানিনা সে কোন জগতে
ঠেকবে মোর ভেলা
আমায় নিয়ে চলবে তোমার
পারানির খেলা
বিদায়বেলা তোমায় সাথে
পাই যেন নিশ্চয় ।।