চোখের জলের চেয়ে দামী
আর কিছু মোর নাই,
তাই দিয়ে মন উজাড় করে
তব গান আজ গাই ।।


খালিক তুমি, মালিক তুমি
তুমি যে রহমান,
তোমার গুণে চিরমুখর
আমার যত গান ।
তোমার নামে ভাঙ্গাতরী
দিয়েছি ভাসাই ।।


বাসির তুমি, সামি তুমি
তুমি মঙ্গলময়,
নতশিরে চাই গো ক্ষমা
গাফুর দয়াময় ।
অশ্রুনদীর তীরে যেন
তোমার দেখা পাই ।।


আওয়্যাল তুমি, আখির তুমি
তুমি চিরঞ্জীব,
যাহির তুমি, বাত্বিন তুমি
কারিম ও মুজ্বীব ।
সকল আঁধার দূর করে মোর
আলোয় দিও ঠাঁই ।।