মাওলার কুদরতি কারবার
সিলটভূমির অধিপতি অলিকূলসর্দার ।
ও বাবা শাহজালাল আমার ।।


পরকালের চিন্তা করি
কুরান-হাদিস বক্ষে ধরি,
দ্বীনের দাওয়াত দিতে তুমি হইলে ঘরের বার ।
ও বাবা শাহজালাল আমার ।।


পিছে ফেলি জনম মাটি
সিলটে বানাইলে ঘাঁটি ,
মাটির সাথে মাটি মিলায় চাশনিপীর বারবার ।
ও বাবা শাহজালাল আমার ।।


শত শত বছর যে যায়
ভক্ত মনে শান্তি তো পায়,
কিবা আকর্ষণে আসে তোমারও মাজার ।
ও বাবা শাহজালাল আমার ।।


জালালী কবুতর মুখে
আল্লাহু আল্লাহু ফুঁকে,
আইজও পানিতে জিকির করে গো গজার ।
ও বাবা শাহজালাল আমার ।।


সালাম জানাই তোমার তরে
দিবানিশি তোমায় স্মরে
পানাহ মাঙ্গি কাতর হয়ে খোদারও দরবার ।
ও বাবা শাহজালাল আমার ।।