ভালোবেসেছো বলেই,
আমি সবকিছু অন্ধের মতো বিশ্বাস করে, তোমার নামে বেখেয়ালি খামে লিখলাম "চিঠি " অথবা একটা উপন্যাস,


সেই উপন্যাসের ছোট্ট ছোট্ট শব্দে জুড়ে,
আমি ছিলাম তোমার সব,
মহা-আকাশ, সাগরের বুকে উড়ে যাওয়া পাখি,
বিকেলের গোধুলি আর নিঃসঙ্গ, চা এ কাপের  সঙ্গী।


তোমার অস্তিত্ব, তোমার সবকিছু জুড়ে
কেবল আমি আর আমি।
এমন মুখরোচক কবিতা শুনিয়ে যে,
তুমি মস্তবড় অপরাধ করেছো,
তা কিন্তুু নয়..


হয়তো ভুল করেছো,
তোমার ভুলের বিনিময়ে
আমি মেঘ হয়ে পেয়েছি বৃষ্টি,
তুমি পেয়েছো
এক পষলা সীন্ধতার নীল "
চমকে ওঠার আগেই যে,
ধমকা হওয়া লুটিয়ে
নিলো আমার সব।
আমি তার নাম দিলাম "ছেড়া পাতা "
আর জানতে পরলাম,
অবহেলার বিনিময়ে হয়তো,
সবাই ভালোবাসতে পারেনা,
আমি না হয় ভেসেই গেলাম,
না হয় আমি ডুবেই গেলাম...


কেবল উপন্যাসের পাতায়...