শহর জুড়ে মেলা কাজ, এসেছে গ্রামের আলি
ভিড় জমেছে গাড়ির, আর জ্যাম লেগেছে মাহাখালি
বড় লোকের দ্যামাখ বেশি, হুকুম তাহার ছাই!
মানতে হবে, বলতে হবে, দেখন না কেন ভাই?


এইতো শহর জাদুর শহর, ষোলআনা দেনা,
রং পুরাবে, মন হারাবে, গান হবে একখানা!
অন্ধ সেজে ভিক্ষা নিচ্ছে, করছে কতো বাহানা
কদিন হলো ভাত খায়নি, দেন গো ষোলো আনা।


চোখের উপর কালো চশমা, গায়ে কালো কোর্ট,
সাহেব হয়ে বসে আছে, সেজে ভদ্র লোক।
এখানে ও ভাই বিক্রি হয়, ছড়া দামে মান.।
বক্ষ ক্ষয়ে দুঃখ নামে, রঙের জীবনখান।


সিগারেটের ধোঁয়া উড়ছে, টানছে ভদ্র লোক!
রিকশা ওয়ালা ডাক দিলো আজ,
এবার মিছিল হউক.. সাহেবজাদা, কবি হলো,
ভাবে টয়টম্বুর,  
আগুন চোখে ফাগুন আসে
রঙে ভর পুর.


লেখকঃ- আয়মান আহমেদ নাফি