ভেজা শহর, ভেজা পথ,
ভেজা সব চোখ,
ভিজিয়ে দাও বৃষ্টি আমায়,
আমি ভেজা লোক।


যদি একটু পায় সুখ,
হারায় যদি ক্লান্তি
ভেজাও তুমি ভেজাও আমায়
নাম দিবো তার শান্তি


ঝরুক অশ্রু বৃষ্টি হয়ে,
ঝরুক ঝর্ণা বয়ে
সেথায় কেউ গা ভাসিয়ে,
দেখছে আকাশ চেয়ে।


পাখি ভিজে, পাথা ভিজে,
ভিজে ফুলের পাপড়ি
বৃষ্টি তোমার নাম দিয়েছি
দুঃখ নামে শান্তি।