গাছ কাটে বাড়ি করে
রাস্তা করে বড়,
রোদে পুড়ে মানুষ এখন
হচ্ছে জড় ওও.
বড় লোকের বড় দালান,
ঘরে লাগান এসি,
আহা গরম উহু গরম
কী করে আজ বাঁচি...
চারিদিকে হৈচৈ,
বিলবোর্ড বড়
টাকা নাও কাজ করো,
বাড়ি করো বড়!
রোদ দেয় বৃষ্টি দেয়
দেয় হরেক শান্তি,
মানুষ হয়ে কবু কেন!
হয়না ক্লান্তি!