কি দোষ বলো ছোট শিশুর,
কি দোষে হলো পুড়ে ছায়..
মুসলিম আর ফিলিস্তিনের বেলায়!
মানবাধিকার নাই।


নিরব আছে জাতিসংঘ..
নিরব বিশ্বমাথা!
শক্তি দেখিয়ে যাচ্ছে ওরা
বলছে, বৃদ্ধা আঙুলে কথা..


অস্ত্র হাতে নিলে যুদ্ধা,
বলে ওরা জঙ্গি,
অত্যাচারির বেলায় ওরা
করে নিরব ভঙ্গি।


এদিক, সেদিক,ওদিক, যেদিক,
দেখবে যেদিক চাই.
মার খাচ্ছে মুসলিম ওরা,
পাশে কেউ নাই।


কেউ মারছে জঙ্গি বলে,
কেউ বলছে সান্ত্রাস।
মুসলিম ওরা বিভিক্ত দলে..
হচ্ছে রোজ সর্বনাশ...


স্বার্থের লোভে অন্ধ যারা,
বিক্রি করে বিবেক!
লোক দেখানো মিথ্যা হেসে
চুক্তি করে হরেক..


কবিঃ আয়মান আহমেদ নাফি
কবিতাঃ ফিলিস্তিন একাকার