যখন মনে পরবে আমায়,
মনে হবে, এই আকাশ মেঘে ভরপুর!
বৃষ্টি হলেও চোখের কোণে,
মনে হবে চারিদিকে যত রোদ্দোর।
ভালোলাগবে না কিছুই আর>
সেই সাথে এই কোলাহল চ্ছেদ করে
পালিয়ে যেতে চাইবে,পালিয়ে যাওয়া মেঘের মতোই।
এক কথায় যা কিছু আছে তাহা সব।
রং বেরং যত উজ্জ্বল, অথবা ছুঁয়ে গেলোও
দক্ষিণা বাতাস, আমাকে মনে করতেই,
তোমার মনটা হয়ে উঠবে,
বেকুল অথবা চঞ্চল।
সুখের কথা কি আর বলবো, আমি কিংবা তুমি
আমাদের কেউ যদি তা না পায়,
তবে দুঃখ গুলো মুচে যাক, শুধু এই মিনতি করে যায়।
এবার না হয় না বা হলো, আমাদের দেখা।
সাত বসন্ত তো এভাবেই কেটেছে, একলা একা।
কতো বেলা পুরিয়ে গেছে। কতো পথ হারিয়ে গেছে।
কেবল বেদনার গ্লানি বয়ে চলছে পোষ্টার হীন দেওয়ালটায়।
চোখের সামনে উওাল নদী শান্ত হয়েছে,
ক্লান্ত পাখি উড়ে গিয়ে বেঁচেছে! রং বদলিয়ে
আমরাও বেশ আছি! দেখা না হয়ে আর কতো বসন্ত একা বাঁচি?