জানা হলো, কাল বাদে পরশু
বসবে গলায় ছুড়ি।
চোখ বয়ে ঝরছে অশ্রু।
ফিরবে না আর বাড়ি।


শখের গরু বিক্রি করলো
পাশের রহিম চাচা,
গোয়াল এখন শূন্য ফাঁকা,
কেমন জানি একা।


গরুটা আজ ডাকছে শুধু
হাম্বা হাম্বা ডাক
পরছে মনে কথা হয়তো
শেষ বিদায়ী ভাব।


ঈদের দিন সকাল বেলা
বসবে গলায় ছুড়ি
তাইতো এখন কাঁদছে শুধু
শেষ কান্ চোখে আড়ি


কবিতাঃ- কুরবানী
লেখকঃ- আয়মান আহমেদ নাফি