কবিতাঃ- "কুয়াশা"
লেখকঃ- আয়মান আহমেদ নাফি


চাঁদের আলোই পথ!
চলতে চলতে,
কাঁপুনি তে কাঁপবে যখন তুমি!
জড়িয়ে নিবো, ঠিক তখনি
ছাদর হবো আমি।


শীত হারাবে, ঠিক তখনি,
লজ্জায় তুমি লাল,
দুহাত দিয়ে ধরবো তোমার
শীতল ললাটে গাল( মুখ)।


সাক্ষি থেকো আঁধার রাত্রি
সাক্ষি দূরের চাঁদ!
মুঠো ভর্তি জোৎস্না দিবো
রাঙায় শীতের প্রভাত।


শিশির ভেজা সাজের সকালে,
হাটবে যখন তুমি,
জড়িয়ে নিবো, ঠিক তখনি,
ছাদর হবো আমি।