তোমার মায়াবী চোখের গভীরে
এতো ভিষন্নতার ভীড় কেন?
উম্মাদ করা হাসির আড়ালে এতো
দুঃখ কেন? আমার মনে হয়,
তোমার কোমল হৃদয়ে
জমে আছে, হাজারো অভিমানী রাত,
অবহেলিত প্রভাত!
আমার মনে হয়! হুট করে আশা
এক খন্ড কারো মেঘের উপর তোমার
উপর বিরুপ ভালোলাগা!!
মনে হয় খুব নিরবে! নিঃসঙ্গতা!
আর একাকিত্বের সাথে একা আর থাকা।
তোমার নিশ্চয়ই ভালোলাগে!
অসময়ে ছুটে আসা মেঘ কে!
দুরপাল্লার যন্ত্রীক যান কে।
তোমার নিশ্চয়ই ভালো লাগে
লোক দেখানো মুগ্ধ করা
মুখ গুলো কে! তোমার নিশ্চয়ই ভালোলাগে,
মুখরোচক মিথ্যা গল্পখোরদের অবিলাশকে


আমাকে না হয় নাই বা লাগে,
আমি না হয় নাই বা হলাম!
তবুও কতো ভীড়!
ওই শূন্য পথের মতো! তুমি ও কী খুব শূন্য?
আয়নার মতো ভেঙে
তুমি ও কী চৌচির?


তাহলে ফুল ঝরছে কেন
পাখি ডাকছে কেন
প্রশ্ন করেছি, উত্তর দাও!
হে লাবণ্য....