<কবিতা>
_ নারী _


তোমার জম্ম হয় নারী
কান্নায় আকাশ হয়ে ভারী
তোমার জন্য,
অমানুষের ভীড় বেড়ে যায়
অলিতে গলিতে,
চারিদিকে সাড়ীসাড়ী
তোমার জন্য ভীড় বেড়া যায়,
ফুলে ফুলে,
মৌমাছির কাড়াকাড়ি
ও নারী,
তোমার জম্মে, উড়ে যায় পাখি,
গেয়ে সূরে সূরে গান,
ফুটে ফুল শুভাসে শুভাসে,
হারায় হৃদয় ও প্রাণ


তোমার জন্য নারী
হৃদয় শুকিয়ে, খরা হয়ে যায়
তৃষ্ণা বেড়ে গিয়ে, হারায় প্রাণ
কোনো এক সময়ে দিও,
তোমাকে ছুঁয়ে যাওয়ার আহবান.


✍ লেখকঃ- আয়মান আহমেদ নাফি