শিকারী তুমি শিকার করো না,
প্রাণ ভিক্ষা দাও" বাঁচাতে আমার প্রাণ!
বুঝো তুমি, হৃদয় খুলিয়া,
চোখ মেলিয়া, দেখো হে নও জোয়ান!


শিকারী তুমি, শিকার করোনা
বাঁচাও আমার প্রাণ.
অযুহাত নয়, অভিনয় নয়!
তুমি যে মহি(মানুষ) মহান,


আমি ও যে কারো সৃষ্টি,
চীর উন্নত মমশীর,
অসহায় বলে, মেরোনা আমায়,
হবে না কবুও বীর..


মিলিয়া দেখো, ভাবিয়া দেখো।
কথা সত্য মহান!
করোনা শিকার, শিকারী তুমি!
বাঁচাও আমারি প্রাণ.।


বহুদূর হতে আমি এসেছি
বহুপথ দিয়ে পারি
অস্ত্র হাতে ছুঁড়ো না গুলি
করোনা বাহাদুরি।