একশো কোটি বছর ধরে একটা
মানুষ কে আমি  ভুল বুঝতে চাই,
ভুল বুঝতে গিয়ে বারেবারে তার
কাছে নত হতে চাই,
প্রেম ভিক্ষার এই নুন্যতম পরিসরে,
কী করে পারবে আমাকে ভুলতে,
কি পারবে আমাকে ছাড়তে,
আমি তার শেষটাই দেখে যেতে চাই..


তারপর না হয়, হটাৎ হওয়া মেঘের মতো,
হাওয়া হয়ে যাবো.। নয়তো বৃষ্টি হয়ে, তার জানলায়
কখনো হাত, কখনো বাহ বারো হাতের
শরীর জুড়ে বর্ষণ সুখ লেপটে দিবো..


তারপরও আমি তার, শেষটাই দেখে যাবো.


কবিঃ আয়মান আহমেদ নাফি
কবিতাঃ শেষটাই দেখে যাবো