মম আঁখি আজি না রহে অবনত,
হৃদ কাহারে যেন খুঁজিছে অবিরত।
আমি চকিতে হেরিনু কদম্ব শাখে
কে যেন কদম্ব-পুষ্পের রেনু-চন্দন মাখে।
হায়! সহসা বিজলি-পারা মিলায়েছে সমীরণে,
আহা কি রূপ তাহার, ক্ষণে ক্ষণে জাগিছে স্মরণে!


বিস্তৃত কানন। তাহার মাঝে ফুটি রহিছে সহস্র ফুল।
মম সখী-পুষ্প তাহাতে কানন ভূষণ, কাননরানীর দুল!


(সংক্ষেপিত)