আসছে ঈদ সাজবে সবাই,
নাচবে সবার মন।
চারিদিকে খুশির আবাস ,
দিন যেন কাটেনা আর ,
ঈদ আনন্দে পুলকিত দুই নয়ন ।
রং- বেরংয়ের জামা হবে ,
হবে সকলি কেনা ,
নতুন জামায় সাজবে সবাই,
লাগবে দারুন অচেনা ।
ঈদের খুশি বিলিয়ে দেব ,
গরীব- দুঃখীর ঘরে ,
বিলিয়ে দেব নতুন জামা ,
সুস্বাদু খাবার,সকলের তরে।
ঈদ আসবে সবার তরে
খুশির বহর নিয়ে ;
বছরের সকল গ্লানী ,
নিয়ে যাবে ধুয়ে ।
সব মুসলিমের প্রাণের উৎসব
বছরের দুখানা ঈদ,
নতুন নতুন জামা পড়ে ,
টুপি ,পাগড়ী,আতর দিয়ে
যাবে ঈদগাহ আর মসজিদ।
ছোট বেলায় মাঠে যেতাম ,
মিলে সব ভাই - বোন :
এবারে মাঠে যাবে ,
হরেক রকম খেলনা কিনবে
মোদের ছোট্ট খোকন ,
আমরাও একদিন ছিলাম
তারই মতন।