ছয়টি ঋতুর কথা



মোছাঃ আয়েশা সিদ্দিকী


(মাটিকাটা, টাঙ্গাইল)


গ্ৰীষ্মকালে ফলের গন্ধে-
চারদিকে মাছিদের আরোহণ;


বর্ষাকালে টইটম্বুর জলে-
মাছেদের বিচরণ।


শরতের কাশফুলে
ভরে যায় নদীতীর।


হেমন্তের নতুন ধানে-
গোলা ভরে গৃহিণীর।


শীতকালে কুয়াশার চাদরে,
লেপ-কম্বলের উষ্ণতায় -
আবেগী হয় মন।
খেজুরের রস দিয়ে
পিঠা-পুলির আয়োজন।


বসন্তের ফুলে ফুলে-
ভ্রমরা করে বিচরণ;
ফাগুনের রক্তিম আভায়-
উদাসী হবেই মন।