ধনী- গরিব দন্ধ


মোছাঃ আয়েশা সিদ্দিকী


ধনী-গরিব যারা করে ভেদ,
গরিবদের নিচু দেখানো ,
তাদের যেন জেদ ।
গরিব কে হেয় করে যারা,
গরিবের শিরায় লাল রক্ত ,
ধনীর শরীরে রক্তের অন্য বর্ণ
দেখেছে কি কভু তাঁরা।
ধনী বললেই যদি -
নিজেকে ক্ষমতাশালী মনে হয়,,
গরিবের সাহায্য ছাড়া -
চলতে করো র্নিভয়।
নিজের কাজ নিজে -
করে দেখাও আগে ;
নিজের হাতে কাজ করতে
দেখ কেমন লাগে ।
হাত-পা সব সমান সমান
দিয়েছে যখন বিধি ;
ধনী- গরিব ভেদ ধরে
কেন বাড়াও সামাজিক দন্ধের পরিধি।
গরিব যদি না থাকত ধরায় ,
ধনী বলে নিজেকে কেমনে করতে বড়াই।
ধনীর যতই পয়সা থাকুক -
যেতে হবে খালি হাত,
ধন- দৌলত টাকা পয়সা
কেউ যাবেনা সাথ।