দ্রব্যমূল্য বৃদ্ধির পরিণাম


মোছাঃ আয়েশা সিদ্দিকী


(মাটিকাটা, টাঙ্গাইল)


বাজার থেকে সয়াবিন উধাও
তাই বেড়ে গিয়েছে মূল্য;
নেত্রী বলেন তেল ছাড়াই রান্না করো,
জলকে করে দিলেন তেলের সমতূল্য।
দিনে দিনে বেড়ে যাচ্ছে -
সকল নিত্যপণ্যের দাম;
সাধারণ মানুষ বাঁচবে কিসে?
ছিয়াত্তরের দূর্ভিক্ষের মত হবে পরিণাম।
পণ্যের দাম বেড়ে গিয়েছে-
বাড়েনি শ্রমিকের মূল্য,
পেটের দায়ে মানুষগুলো সব হাহাকারে,
এমন জীবন যেন-
ধূ ধূ  মরুভূমিতে তৃষ্ণার্ত উটের সমতূল্য।