ঘরের ছেলে ঘরে ফিরে আয়
রাজনীতির মাঠ ছেড়ে-
কত মায়ের বুকের ধন
ও পথেই গিয়েছে মরে।
ঘরের ছেলে ঘরে ফিরে আয়
রাজনীতির মাঠ ছেড়ে -
উচিত বাক্যে হইবি খারাপ -
কেউ বন্দুক হাতে আসবে তেড়ে।
তোষামোদে থাকবি ভালো -
হয়তোবা কিছু কাল '
এই যুগের রাজনীতির মাঠ
নেইতো নির্ভেজাল।
পদতলের জমিন-থাকবেনা-
থাকবেনা সাদের রাজনীতির সিংহাসন;
দলের স্বার্থ ব্যতিরেকে-
জাতির স্বার্থে দিলে ভাষণ।
ঘরের ছেলে ঘরে ফিরে আয়
রাজনীতির মাঠ ছেড়ে
বেলা শেষে ফিরবি কি বাপ-
নিস্তব্ধ দেহটা নিয়ে-
মায়ের নিভৃত বাহুডোরে।