বড় একটা নিম গাছ আছে,
মোদের পাঠশালায়,
নিমের পাতা বড্ড তেতো,
মুখে দেওয়া দায়;
খাওয়ার মত ফল হয়না,
ছোট্ট খোকা প্রশ্ন করে
মা,নিম গাছটা না থাকলে-
কী বা আসে যায়?
মা বলল, শোন দিয়ে মন,
নিম হলো ঔষধি গাছ ;
করে সবার যতন,
ফলের গাছে ঔষধি গুণ
হয়না নিমের মতন।
নিমের হাওয়া উপকারী,
সেরে যাবে চর্মরোগ
খেলে নিম পাতার বড়ি।
খুজলির জন্য নিমের চামড়া
অনেক উপকারী -
নিমের ডালে মাজলে দাঁত-
পোক্ত হবে দাঁতের গোড়া,
সুস্থ থাকে মাড়ি।
বলল খোকা বাহ , দারুন
নিমের মতো উপকারী -
বন্ধু পাওয়া দায়;
একটা নিমের গাছ লাগাবো,
মোদের বাড়ির আঙিনায়।