নবীকে ভালোবাসতে চাই,
ওয়াজকুরূনীর মত,
নবীর দাঁত মোবারক শহিদ হলে,
পাথর দিয়ে ভেঙ্গে ছিলেন,
চাপার দাঁত যত।
নবীকে ভালোবাসতে চাই
আবু বক্করের মত,
নবীর প্রেমে ঘরের দরজায় দাঁড়িয়ে থেকে,
রাত পার করেছেন কত্ত।
নবীকে ভালোবাসতে চাই
হযরত ওমরের মত,
নবীর ইন্তেকালের খবর শুনে,
তরবারিটা বের করে বললেন-
যে এই কথা বলবে -
তাকে করব ক্ষত- বিক্ষত।
নবীকে ভালোবাসতে চাই হযরত উসমান এর মত
নবীর প্রেমে বিলিয়েছেন-
অঢেল ধন- সম্পদ যত।
নবীকে ভালোবাসতে চাই
হযরত আলীর মত
নবীর প্রেমে জীবনবাজি রাখতে,
হটেননি পিছু তো।
নবীকে ভালোবাসতে চাই
সকল সাহাবীদের মত;
নবীর দুঃখে ব্যথিত ছিলেন,
আবার নবীর সঙ্গী হয়ে যুদ্ধ করেছেন,
হয়েছেন আহত- নিহত ।