পুরুষ জাতি যদি এমন হতো



মোছাঃ আয়েশা সিদ্দিকী


(মাটিকাটা, টাঙ্গাইল)



পুরুষ জাতি যদি- ভাবত এমন,
নারী তার মা, মেয়ে
আর নারীই তার বোন;
বদলে যেত সমাজচিত্র,
ঘটত না আর ধর্ষনের প্রহসন।
সকল পুরুষ হয়তো হবে -
কোনো মেয়ের বাবা;
তবুও কেন পুরুষ জাতি-
নারীর প্রতি বাড়ায় -
ধর্ষনের কালোথাবা।
বোন যদি হয় ধর্ষনের শিকার-
দায়ী হবে বাবা- ভাই;
অন্য নারীর করলে ক্ষতি
হবে এমনটাই।
নারীর প্রতি সম্মান করলে,
সম্মানিত হবে তার মা- বোন,
পৃথিবীর বুকে ধর্ষন আর-
হবেনা তখন।
সমাজ থেকে ধর্ষনকে -
করতে হলে দূর,
সোদরাতে হবে পুরুষ জাতি,
নারীকে হতে হবে সাহসিকতায় ভরপুর।
যদি ধর্ষিত হয় কোনো মেয়ে-বোন,
সাহস রাখো,শক্ত করো মন;
ধর্ষককে এমন কঠোর শাস্তি দাও,
যেন তড়পায় আজীবন।