আমার প্রচুর টাকা নেই
আমি রাস্তার মেয়ে,
গরীবের ঘরে জন্ম আমার,
আমি বেশি শিক্ষিত নই,
আমি সামান্য পড়াশুনা জানি,
আমি রূপবতী নই,
আমি বিখ্যাত কোনো মডেলিংও নই৷
আমার ঝাঁকঝমক কোনো প্রাসাদ নেই
ব্যাংকে কোটি কোটি টাকা নেই,
নেই বিলাসী জীবন যাপন,
দুঃখই আমার নিত্যসঙ্গী৷
আমি বাস্তবে পারিনা আকাশ ছুঁতে
তাই স্বপ্নে আকাশ ছুঁই৷
আমার গায়ে সাদা চামড়া নেই
আমি দেখতে কুৎসিত
আমি আমাকে ঘৃণা করি৷
তুমি বড়লোকের ছেলে
রাজপ্রাসাদে জন্ম তোমার,
কষ্ট তোমাকে কখনো স্পর্শ করেনি,
তোমার বিলাসী জীবন যাপন,
তুমি দেখতে বলিউডের নায়ক,
তোমার রয়েছে কোটি কোটি টাকা,
তুমি অনেক শিক্ষিত ছেলে,
তোমার কাছে আমি অতি নগন্য৷
আমার সম্পর্কে সব জেনেই তুমি এসেছিলে
বলেছিলে তোমায় শুধু ভালোবাসলেই হবে,
অন্য কিছুর প্রয়োজন নেই৷
তুমি ছিলে ভালোবাসার কাঙ্গাল,
শুধু একমুটো ভালোবাসাই তোমার প্রয়োজন,
আর যখন আমি তোমায় ভালোবাসলাম,
তুমি নীরবে চলে গেলে দূরে,
একবার ফিরে তাকালেও না৷
তুমিই এসেছিলে আমায় ভালোবাসতে
আর আজ কি না আমায় বলছো
আমি তোমার যোগ্য নই!


২৪/০৭/১৫
শুক্রবার