অলক ছড়ানো হাসি-
আটকে আছে এ মন যেথা বাজছে সুরের বাঁশি!
বাজছে সুরের বাঁশি আর গাইছে পরভৃত,
অতীত দেহ গুনছে প্রহর হারানো সুরে গীত।
হারানো সুরে গীত খুঁজে উড়ছে ফড়িং দল,
এদিকওদিক ছুটাছুটি দ্বিধাহীন মনোবল।
দ্বিধাহীন মনোবল যেথা প্রেমে পূর্ণ স্থান,
এ পৃথিবীর শুদ্ধ ছোঁয়ায় আছে কি কারো টান?
আছে কি কারো টান শুধু অলক ছড়ানো হাসি,
আটকে গেছে নানান রঙের বকুল ফুলের রাশি।


অলক ছড়ানো ক্ষণ-
জানলা ধরে হাত ইশারায় ডাকছে কারো মন।
ডাকছে কারো মন যেন হাজার জনম চেনা,
অন্যে হঠাৎ মন ঘুরে যায় হয় না তাকে জানা।
হয় না তাকে জানা শুধু মন নিয়ে সব খেলা,
ঘুরে ঘুরে পথ ভুলে যায় সারা বিকেল বেলা।
সারা বিকেল বেলা খুঁজে জানলা ধরা হাত,
হিসেবে হয় ভুল যেন সে মিথ্যে ধারাপাত।
মিথ্যে ধারাপাত আর অলক ছড়ানো হাসি,
এই হয়েছে ভুল - তাকে ভীষণ ভালোবাসি।


অলক ছড়ানো সুখ-
দু'চোখ ভরে সাজানো তার হৃদয় জড়ানো বুক।
হৃদয় জড়ানো বুক যেন নানান রঙের ফুল,
আটকে থাকে পুরো ধ্যানজ্ঞান; চর্চাতে হয় ভুল!
চর্চাতে হয় ভুল যেন হাজার জনমের নেশা,
পেতেই হবে এ জনমে তার দেহ-ভালোবাসা।
তার দেহ-ভালোবাসায় খুঁজি জনম জনম সুখ,
ইচ্ছে করে রাত-দুপুরে বাড়াই মনের দু'খ।
বাড়াই মনের দু'খ পাবো অলক ছড়ানো হাসি,
সারা জীবন ফলাবো সুখ, হয়ে র'বো তার চাষি!