এক যুগ পেরিয়ে এসেছি যে শহরে
নিয়ন আলোয় হেঁটেছি যে পথে
প্রিয় গলি ধরে
আবাসিক প্রাচীরের এদিক-ওদিক
কেমন পাষাণ হয়েছে হৃদয়
ভুলতে বসেছে সব!


শুরুটা মনে পড়ে হঠাৎ
মনে পড়ে কলেজ প্রাঙ্গণ
সরকারি মাঠ
টিলাগড় মেস
কানিশাইলে ঘুম পাড়ানি প্রাইভেট
শ্যামলী প্রিমিয়ার লীগ!


তারপর পূর্ব থেকে পশ্চিম
মেজরটিলা টু নরসিংটিলা
তারপর
তিনশ' বিশ একর!


এতসবের মাঝেও কেমন করে জানি তুমি এলে
তুমির মাঝেও আরো এক তুমি
তারপর আরো এক
আরো এক - সাময়িক!


আবারো পূর্ব থেকে পশ্চিম
পুণ্যের শহর ছেড়ে জ্যোৎস্নার শহরে
এ শহর আমাকে এতটাই আপন করে নিচ্ছে
আমি ভুলে যাচ্ছি এক যুগ পেরুনো সে'সব সময়!
আমি নিশ্চয়ই পাষাণ
অথবা সময়!