আটকে গেছি ভীষণ,
আমার ভেতর আমায় খুঁজি; অন্যে শুধু তোষণ!
অন্যে শুধু তোষণ আর অন্যে শুধু দেহ,
আমার মতন আমায় নিয়ে ভাবে না আর কেহ।
ভাবে না আর কেহ শুধু স্বার্থ নিয়ে থাকে,
স্রোতস্বিনী আটকে থাকে চোরাবালির বাঁকে।
চোরাবালির বাঁকে জমা নানান রঙের ভুল,
একটু সুখের মায়ায় ছোঁয়া মন্মথে মশগুল!
মন্মথে মশগুল যেথায় আটকে গেছি ভীষণ,
আমার ভেতর আমায় খুঁজি; অন্যে শুধু ভূষণ!


আটকে থাকা সুখ,
আমার ভেতর আমায় খুঁজি; অন্যে শুধু ভোগ!
অন্যে শুধু ভোগ আর অন্যে শুধু চাওয়া,
অন্যে আমি সব দিয়ে দেই হয় না কিছু পাওয়া।
হয় না কিছু পাওয়া শুধু কলকলানো স্রোত,
ভালোবাসা নাই সেখানে, নেই কোনো তার বোধ!
নেই কোনো তার বোধ যেথায় বন্য হাতের পরশ
একটু সুখের আশায় তার পুরো দেহ অবশ!
পুরো দেহ অবশ যেথায় আটকে গেছি ভীষণ,
আমার ভেতর আমায় খুঁজি; অন্যে মেকি পোষণ!


আটকে গেছি হঠাৎ,
আমার ভেতর আমায় খুঁজি; অন্যে খুঁজে তফাত!
অন্যে খুঁজে তফাত আর যাচাই করে দেহ,
আমার মতন আমায় নিয়ে ভাবে না আর কেহ।
ভাবে না আর কেহ শুধু লাভ হিসাবের ঘর,
শুদ্ধ প্রেম তুচ্ছ যেথা অপ্রেমে কাটে ভোর।
অপ্রেমে কাটে ভোর শুধু আমার উঠোন ফাঁকা,
যেথায় বিশেষ রাগ-অনুরাগ অন্যকিছু ঢাকা।
অন্যকিছু ঢাকা যেথায় আটকে গেছি ভীষণ,
আমার ভেতর আমায় খুঁজি; অন্যে হীন বসন!