সাত সমুদ্দুর ঘুরছো কেবল তুমি-
কাঁটাবন হয়ে কোমল জলসা ঘরে,
আমার দেহ ছায়ার মতো জ্বলে,
কষ্ট নিয়ে নেয় তোমার অগোচরে।
ভোরের আলোয় ছড়িয়ে দাও হাত,
সন্ধ্যা বেলায় রিক্ত মনের দু'খ,
আমিও থাকি ঐ হাতের কাছেই,
সুযোগে দিতাম সাতরঙা সব সুখ।
আমি জানি আমার মনের কথা-
তোমার থেকেও তোমায় ভালোবাসে,
তুমি থাকো অন্য দেহের খুঁজে,
চোখ ফুলে যায়, কান্না জমে শ্বাসে।
চাঁদনী রাতে ইচ্ছে করো কত,
উঠোনে বসে রাখবে মাথা কাঁধে,
আমি থাকি সে'সব আলোয় মিশে,
তুমি চলে যাও অন্য আলোর ফাঁদে।
যেদিন তুমি বুঝবে তোমার মন,
শেষ হবে এ পৃথিবী প্রদক্ষিণ,
জেনে রেখো শুধু এই কথাটিই আজ-
আমিই কেবল তোমার সুখের বীণ।