অনুভূতিহীন এক দৃষ্টির সাথে দেখা হয়েছিল-
যে দৃষ্টি আলো নয়; অন্ধকার খোঁজে!
উত্থাল সমুদ্র জলে স্নান করতে সে অনিচ্ছুক,
অনিচ্ছুক; দৃষ্টিজাল ভেদ করে নোনা জলে কাব্য লিখতে!


পুরো দেহের অনুরণন সত্ত্বেও সে চেতনাহীন!
সে জলে নামতে চায়; ভিজতে চায় না!
আলিঙ্গনে দেহের ভেতর দেহ পুড়তে চায়
কিন্তু ওষ্ঠ জোড়ার পরশ দিতে চায় না!


অনুভূতিহীন এক দৃষ্টির সাথে দেখা হয়েছিল-
যে দৃষ্টি প্রাণ নয়; পাথর খোঁজে!
আলোর ঝলকানিতে সে মিটমিট করতে অনিচ্ছুক,
অনিচ্ছুক; প্রথা ভেঙে দেহের ভেতর দিগবিদিক ছুটে চলতে!


পুরো দেহের তীব্র ইচ্ছা সত্ত্বেও সে চেতনাহীন!
সে প্রেমে পড়তে চায়; পুরুষ চায় না!
মিলনের অভিসারে পুরো রাত পোহাতে চায়
কিন্তু সতীচ্ছেদ ভেদ করার অনুমতি দিতে চায় না!


অনুভূতিহীন এক দৃষ্টির সাথে দেখা হয়েছিল-
যে দৃষ্টিতে পড়ে কবি হারিয়েছে দৃষ্টি;
হয়েছে প্রেমহীন; ছন্দহীন!