হঠাৎ করে যে কেড়ে নিল অগোছালো দিন;
আষ্টেপৃষ্ঠে লেগে থাকা বদভ্যাস, কু-অভ্যাস,
কেড়ে নিল যে বৃষ্টি ভেজা শীতের রাতের অনুভূতি;
ভেপসা গরমের ঘ্রাণ; নিকোটিনের ধোঁয়া,
তাকে আমি কি ভাববো - আপন না কি পর?


কেড়ে নিল যে নাছোড়বান্দা স্বভাব;
ভবঘুরে দিন আর চোখের হাজার ক্ষুধা,
কেড়ে নিল যে নীল ছবির অনুভূতি;
এ গলি ও গলি লেবুর ঘ্রাণের স্বাদ,
তাকে আমি কি ভাববো - আপন না কি পর?


হঠাৎ করে যে কেড়ে নিল সুরমা গাঙের চাঁদ;
নিশির ডাকে পাগল হয়ে ছুটে যাওয়ার ক্ষণ,
কেড়ে নিল যে আমার থেকে আমার অনুভূতি;
স্মৃতিতে ডুবার সুখ; যৌবনের আলো,
তাকে আমি কি ভাববো - আপন না কি পর?


কেড়ে নিল যে হঠাৎ উগ্র রূপ;
শৈশবি ঢঙ আর অহেতুক ছটফটানি,
কেড়ে নিল যে অবাধ্য প্রেমিক হওয়া;
এ কথা ও কথায় হাজার ছলনা করা,
তাকে আমি কি ভাববো - আপন না কি পর?