(১)
খুঁড়ে খুঁড়ে মরছে কুয়াশাচ্ছন্ন রাত
গোঙানি সুর শোনা যায়
কে বা কারা হরণ করছে উলে জড়ানো বস্ত্র
তিলে তিলে ঠুকরে খাচ্ছে
জোর করে জ্বেলে দিচ্ছে
নিষ্ঠুর বাসন্তী আলো


(২)
বায়স জোড়া ব্যস্ত আমগাছের আড়াল
বানাচ্ছে বাসা
ডিমে দিবে তা
হঠাৎ কন্ঠ শোনে জানবে -
এ রক্ত তার নয়
পরকীয়ায় জন্ম নিয়েছে
জোড়ায় জোড়ায় কোকিল ছানা


(৩)
বাসন্তী বায়ু ধেয়ে আসে একটু পরপর
ঝরে পড়ে অসংখ্য পত্রপুষ্প
অঙ্কুরিত হওয়ার ক্ষণ


মাছরাঙাও ধ্যানী হয়
পাতাঝরা সে ডালে বসে
হুট করে শিকার করে-
রাণী মাছ


(৪)
মাঠঘাট ফেটে চৌচির
এ ঘর ও ঘর ছুটাছুটি করেও
তেষ্টা মিটে না
সঙ্গীহীন কোকিল অপেক্ষা করে ঋতুজুড়ে
ডেকে ডেকে ক্লান্ত মনে দেখে-
এ ঋতু তার নয়
সারমেয়র