তুমি কি ভেবেই নিলে?
ডাকবো না আর প্রিয় নামে,
হাঁটবো না ঐ তোমার পথের পথিক হয়ে!
ভেবেই নিলে চলে যাবো,
থাকবো না আর তোমার আশায় - পথটি চেয়ে!


তুমি কি ভেবেই নিলে?
ভাববো না আর-
তোমার চোখের একটি কথা,
ভেবেই নিলে দেখবো না আর-
তোমার হাসি; প্রিয় হবে নির্জনতা!


তুমি কি ভেবেই নিলে?
প্রিয় নীলে-
বলবো না আর ভালবাসি!
ভেবেই নিলে বাসবো না আর-
তোমার রাগে একটু হাসি!


তুমি কি ভেবেই নিলে?
বাঁধবো না আর-
তোমার খোঁপায় ফুলের বাঁধন,
ভেবেই নিলে এড়িয়ে যাবো-
ভাববো না আর তোমায় আপন!


তুমি কি ভেবেই নিলে?
কঠোর হবো ভুল-ত্রুটিতে,
প্রতিশোধে হবো আমি অনেক খারাপ!
ভেবেই নিলে অনেককিছু!
না জেনে তাই করবে তুমি কথার খেলাপ!


তুমি কি ভেবেই নিলে?
গোলাপ হাতে ফিরিয়ে নিবো,
মুছবো না আর তোমার চোখের অশ্রু ফোঁটা!
ভেবেই নিলে স্বার্থপরে
ভাগ দিবো না, অন্যে' হবে অনেক খুশি-আনন্দটা?


তুমি কি ভেবেই নিলে?
চন্দ্রিমা রাত-
কালবোশেখি উড়িয়ে নিবে - মিথ্যা ছলে!
ভেবেই নিলে ফিরবো না আর-
হিজল ফুলে গীত রচনায় - আষাঢ় জলে!


তুমি কি ভেবেই নিলে?
ভোরের কুয়াশা,
সন্ধ্যে হলে গোধূলিতে আর যাবো না!
ভেবেই নিলে? থামবে হঠাৎ-
উবে যাবে বৃষ্টি ফোঁটার আনাগোনা!
ভেবেই নিলে?


(২৬/০১/'১৬ ইং)