হঠাৎ করে উবে গেলো ক্ষণ
যতনে ছিল কত কাল,
ছুঁয়ে দেখি ভাঙাচোরা মন
চারিদিকে বিচ্ছেদী জাল।


কবে যে ভাঁজ হলো সুখানুভূতি
এতটুকু দু'খ নাহি হয়,
চিত্র-বিচিত্রে সাজানো তিথি
প্রাণ-প্রাণান্তে দেখি ক্ষয়!


অবুঝের গালিচায় জড়ানো ভুল
রাতঘুম খুইয়েছি কত,
ভ্রমরের গুণগুণে ছড়ানো ফুল
তার প্রেম - অপ্রেমে রত!


গুণফল না হয়ে হয়েছে বিয়োগ
বেহিসেবী সুর শুনি ভোরে,
ত্যাগ তাচ্ছিল্যে বড় হয় ভোগ
প্রেম নাশ হয় অপ্রেমে পরে!