হঠাৎ এ দেহ কেঁপে ওঠে ভীষণ
কেঁপে ওঠে বসন্ত বায়ু
কোথায় কে হয় অবাধ্য পথিক
কার শেষ হয়ে যায় আয়ু


হিসেব করে কে কড়ায়-গণ্ডায়
কাকে নিবে কে সাথে
আয়ুটা তার হোক না বৃদ্ধ
যৌবন যেন থাকে ষাটে


কালো আর ধলোও হিসেবে রাখে
চোখ যেন হয় টানা
রক্ত কেন যে লাল হয় সবার
এ এক বিড়ম্বনা


বয়স কেন হঠাৎ বেড়ে যায়
চুলগুলো কেন পাকে
আহা যৌবন টগবগ ঘোড়া
ঢিল পড়ে মৌ-চাকে


বাঁচা তো কেবল এই ক'টা বছর
কত হবে আর - ষাট
তবুও কেন এ যাচাই-বাছাই
শুকনো পড়ে রয় ঘাট


বসন্ত আসে, আষাঢ়ি ঢলও ভাসে
আবেগী হয় না দেহ
আয়ু শেষে হঠাৎ ফিরে দেখে সে
বাছাইয়ে নাই আর কেহ