দীর্ঘ সাতাশ বছর পর আমাদের দেখা!
তোমার সাথে যোগ হলো দুটি সন্তান
আর আমার কেবল বয়স!
হাজারো শব্দের ভিড়ে কথা ফুটে নি মুখে!
ঠোঁট ফাটা শীতে কয়েকবার চোখে চোখ পড়েছিল শুধু!
শুরুটা আমিই করলাম-
হাজার জনমের পূর্বপুরুষদের মতো!
"কেমন আছো?"
কেবল এই দুটো শব্দ হাজারো শব্দকে পরিণত করেছিল বরফে!
আকাশে যে কয়টি পানকৌড়ি উড়ে যাচ্ছিলো -
হঠাৎ সেই প্রশ্নের উত্তর কি হয় তা শোনার জন্য থমকে দাঁড়িয়েছিল সেক্ষণ!
তারপর বসন্তদূতের সুরে উত্তর আসলো, "ভালো আছি!"
গ্রীষ্মের দাবদাহে মাঠঘাট ফেটে চৌচির হওয়ার মতোই টের পেলাম-
বুকে ব্যথার অনুভূতি!
আর কিছু জিজ্ঞেস করার সাহস করি নি!
স্মরণ করাই নি একসাথে 'ইউথোপিয়া'য় ঘর বাধার স্বপ্ন!
তুমি বরং ভালো থেকো, সুখে থেকো টরেনিয়া ফুলের মতো!


১৭/০২/'২১
লামাবাজার, সিলেট।