তোমাকে হেরেছে বলে-
দুয়ারে দুয়ারে কে যেন ছড়িয়ে দিয়েছে খড়,
কে যেন দিয়েছে জ্বেলে-
অসময়ে পৌষ সংক্রান্তি!


হাত ফসকে নিভে যাওয়া চাঁদ - পূর্ণিমার চাঁদ;
বেলকনিতে ফোটা ফুল;
পৌরষ ক্ষণ;
ছাইচাপা সুর শোনা যায় তা'তে!
কড়চা হাওরে দেখা দেয় চৈতালি ফাটল!


কেবল তোমাকে হেরেছে বলে-
নীলাঙ্গ টিলায় কপোত-কপোতী সভায় বসে,
প্রেম-অপ্রেমের হিসাব কষে,
বিচারক বসন্তদূত!


রাত-বিরেতে ছুটে যাওয়া মন - অবাধ্য মন;
জানলায় খুঁজে হাত-
অলক ছড়ানো ক্ষণ;
নিয়ম-অনিয়মের পর্দা ঢাকা তা'তে!
আষাঢ়ি বারিষে দেখা দেয় অনাকাঙ্ক্ষিত ধূপ!


তোমাকে হেরেছে বলে - কেবল তোমাকে;
কত শত ঢেউ কান্না হয়ে তীরে মেশে,
মেঘে ভারী হয় ব্যোম!
পুরো মধুমাস ছেয়ে যায় বিষাদী ফলে!


ধূসর হয়ে উঠে সব!
বালিহাঁস ছুটে হাওর পেরিয়ে বিল,
অবগাহনে বিমুখ শালিক জোড়া জোড়া,
অসুখে পড়ে যায় সুখ!