পাতাঝরা এই দিনে,
মনে পড়ে সেই আবির রাঙা হাত।
কি যেন এক ভীষণ পিছু টানে
হারাচ্ছি তায়, খেলছি ধারাপাত!
প্রজাপতি' সে আভা,
আলতো ছোঁয়ায় দিচ্ছে কে তা মেখে।
শঙ্খ গালে ছড়াচ্ছে সে শোভা,
খেলছে খেলা মান-অভিমান রেখে।
প্রিয় রঙের এ ছল,
বারবার যেতে করছে আহবান!
হাজার সুরে গাইছে পাখির দল,
আর সব নাচে রাঙাবে তাদের প্রাণ।
শিমুলে হোলি উল্লাস,
রঙতুলিতে আঁকছে গায়ক-কবি।
হাজারো স্মৃতি মনে করা' অভিলাষ।
পূর্ণিমা জলে দুলছে যেন সে ছবি।