বাহির জুড়ে রূপকথা রঙ,
ভেতরটা ঠিক যায় না বুঝা।
এই বুঝি সব মিলছে ভীষণ,
ছুঁতে গেলেই ভাবছে বোঝা!

মিষ্টি কথার ফুলঝুরিতে-
আপন আপন অনুভূতি,
আনমনে সব হচ্ছে কথা-
হঠাৎ যেন ফিরছে মতি!

লাগছে ভালো রঙ আবেশে,
সময় যেন হৃদ' কাঁপানো,
হঠাৎ যেন কি হয়ে যায়-
ভেতর ভেতর ছাই পুড়ানো!

মানুষগুলো কেমন যেন-
ভেতরটা ঠিক যায় না বুঝা,
বাহির জুড়ে রঙ ছড়ানো-
সরল মনে হয় না খোঁজা!